লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিনিধি: আগামী ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ২ মাস লক্ষ্মীপুরের মেঘনা নদীতে জাটকা ইলিশসহ সব ধরনের মাছ নিষিদ্ধ এ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা ২৭ ফেব্রুয়ারী (মঙ্গলবার) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলক কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক সুরাইয়া জাহান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পিয়াংকা দত্ত, জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার জামান,রামগতি উপজেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়ালসহ বিভিন্ন মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ,কোষ্টগার্ড,নৌপুলিশসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসক সুরাইয়া জাহান মার্চ এপ্রিল ২ মাস নদীতে যে কোন ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ অভিযান চালানোর নির্দেশ দেন।
পাশাপাশি বরফকল সমূহের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন সহ সব ধরনের ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।

আরও পড়ুন