লক্ষ্মীপুরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার

প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌরসভার ০৯ নং ওয়ার্ড সমসেরাবাদ এলাকায় প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী মো: শরীফ (৩৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১।  সেই একই এলাকার নুর নবীর পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানাধীন পূর্ব ফরিদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে ১৩ জুন (বৃহম্পতিবার) দুপুরে লক্ষ্মীপুর সদর থানা পুলিশের কাছে সোর্পদ করে।  এ ব্যাপারে র‌্যাব-১১ লক্ষ্মীপুর ও নোয়াখালী অঞ্চলের ভারপ্রাপ্ত কমান্ডার গোলাম মোর্শেদ দুপুরে সাংবাদিকদের জানান, প্রতিবন্ধী কিশোরী (১৪) তার বোনের বাড়িতে থাকতো।
ঘটনার দিন গত ০৮/০৬/২০২৪ ইং বিকেলে ওই বোন বাড়ি না থাকার সুবাধে শরীফ বাড়িতে প্রবেশ করে প্রতিবন্ধী কিশোরী একা পেয়ে মুখ চেপে বাড়ির পাশ্বে আখ খেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ওই দিন ভিকটিম বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করে।
বিষয়টি র‌্যাব-১১ অবগত হয়ে গোয়েন্দা নজরধারী মাধ্যমে গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১১ এবং র‌্যাব-৭ এর সহযোগীতায় চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানাধীন পূর্ব ফরিদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে শরীফ কে  ১২ জুন (বুধবার) রাতে গ্রেফতার করে। ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে শরীফ ।

আরও পড়ুন