প্রতিনিধি: লক্ষ্মীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত হাবিবুর রহমানের পরিবার আর্থিক সহায়তা প্রদান করেছে শহর সমাজ সেবা কার্যালয়। ১৩ জুন (বৃহস্পতিবার) বিকেলে নিহতের স্ত্রী রোজী আক্তার ও শালা মাহফুজুর রহমানের কাছে এই অনুদান তুলে দেন শহর সমাজ সেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর।
এসময় কম্পিউটার প্রশিক্ষক আবদুর রশীদ, আবদুল হাই, শাহাব উদ্দিন উপস্থিত ছিলেন। শহর সমাজ সেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর জানান, গত ১১ জুন (মঙ্গলবার) বিকেলে হাবিবুর রহমান (৫২) বাসা থেকে বের হয়ে বাগবাড়ি আসার পথে মাদাম জিরো পয়েন্ট এলাকায় রাস্তায় একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনারস্থলে সেই নিহত করে। নিহত হাবিবুর রহমান দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের অস্থায়ী পদে ঝাড়ুদার ছিলেন। তার পরিবারকে ২ মাসের বেতনসহ কার্যালয়ের সকলের সহযোগীতায় আর্থিক সহায়তা নগদে প্রদান করা হয়।