প্রতিনিধি : সন্ধ্যায় কুরবানির পশুর হাট দেখতে গিয়ে সংঘবদ্ধ কিশোর গ্যাং সদস্যদের হামলায় আহত হয়েছে ৩ কলেজ শিক্ষার্থী। গত বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলার রামদয়াল বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন- চরআলগী ইউনিয়নের ১নং ওয়ার্ড চরমেহার গ্রামের বেলাল উদ্দিনের ছেলে শাহরিয়ার আনজুম শাওন (১৯), নুর উদ্দিনের ছেলে নুর আহমেদ শুভ (১৯) এবং একই এলাকার মো: মিলনের ছেলে নাহিদুল ইসলাম নিলয় (১৯)। এরা তিনজনই আবদুল হাদী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। আহতরা উপজেলার বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।
আহত শিক্ষার্থীদের অভিভাবক ও প্রত্যক্ষদশীসূত্রে জানা যায়, ঐ দিন সন্ধ্যায় তিনবন্ধু শাওন, শুভ এবং নিলয় চরমেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বসা গরু বাজার দেখতে যায়। সন্ধ্যার পর তিনবন্ধু মাঠের পাশে নির্মানাধীন প্রাথমিক বিদ্যালয়ের ছাদে বসে গল্প করছিলেন। ছয় মাস পূর্বে একটা কথা কাটাকাটির জের ধরে তাদের উপর হামলা করা হয়েছে বলে তারা জানান। হামলায় অংশ নেন একই গ্রামের আবুল কাশেমের ছেলে মেহেদী হাসান ফাহিম (১৯), বাবর উদ্দিনের ছেলে সৈকত, জসিম উদ্দিনের ছেলে রিপাত, নুর উদ্দীনের ছেলে শামীম, রিপন, শিপন, আনন্দ এবং দিগন্তসহ বেশ কয়েকজনের নেতৃত্বে ২০-২৫জনের একটি সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্যরা লোহার রড, লাঠি এবং দেশীয় অস্ত্রসহ হামলা করে। এলোপাতাড়ি হামলা ও রড-লাঠির আঘাতে মারাত্মকভাবে আহত হয় ঐ তিন কলেজ ছাত্র। আহতদের চিৎকারে সাধারণ মানুষ এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা ও ব্যবসায়ীরা জানান, এ কিশোর গ্যাংয়ের সদস্যদের হাতে স্কুল কলেজগামী ছাত্রীরা প্রায়ই টিজিংয়ের শিকার হয়। চুন থেকে পান খসলেই এরা অস্ত্রসহ ও দলবল নিয়ে হানা দেয়। সন্ধ্যার পরে টং দোকানগুলোতে আড্ডা দিয়ে নেশা করে নানান অপরাধ কর্মকান্ড করে থাকে। এ নিয়ে সবাই আতংকে থাকেন সবসময়।
অন্যদিকে আহত ভাতিজা শাওনসহ অন্যান্যদের হাসপাতালে ভর্তি করে অভিযোগ জানাতে থানায় যাওয়ার পথে উপজেলা পরিষদের পাশে অটোরিকশা দুর্ঘটনায় আহত হন উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মো: ইউছুফ। বর্তমানে তিনি নোয়াখালীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।
রামগতি থানার অফিসার ইনচার্জ মো: মোসলেহ উদ্দিন জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোন ধরনের অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।