প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রামগতিতে গৃহপরিচারিকা (১১) বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টাকালে হুমায়ুন (৩২) নামের এক বখাটে জনতার হাতে ধরা পড়েছে। পরে তাকে পুলিশে সোপর্দ করেছেন। ১৬ নভেম্বর (শনিবার) রাতে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বালুরচর এলাকার সেরাজল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। হুমায়ুন ওই এলাকার সেরাজল হকের বখাটে ছেলে। অন্যদিকে ভুক্তভোগী শিশুটির বাবা-মা সেরাজল হকের প্রতিবেশী।
শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অভাব অনটনের কারণে কয়েকমাস আগে শিশুটির বাবা-মা শিশুটিকে ওই এলাকার সেরাজল হকের বাসায় গৃহপরিচারিকার কাজে দেন। এরই মধ্যে শিশুটির ওপর সেরাজল হকের বখাটে ছেলে হুমায়ুনের লোলুপ দৃষ্টি পড়ে। এর আগেও কয়েকবার শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে সে। ঘটনার দিন সন্ধ্যায় শিশুটিকে হুমায়ুন কৌশলে রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় । এতে শিশুটি চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে তাকে হাতেনাতে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হুমায়ুনকে আটক করে থানায় নিয়ে যায়।
নাম প্রকাশ না করার অনুরোধে একাধিক ব্যক্তি জানান, বখাটে হুমায়ুন এরআগেও শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেছে । এলাকার প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ সামনে এসে প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা । এ সময় শিশুটিকে ন্যয় বিচার পেতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তারা।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান,ঘরের কাজের মেয়ে শিশুটিকে ধর্ষণ চেষ্টার অভিযুক্ত হুমায়ুনকে আটক করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।