প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে নানা বাড়িতে বেড়াতে না নেয়ার কারণে বাবা মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে মো. তারেক (১১) নামের এক শিশু আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ১৭ নভেম্বর (রোববার) সকালে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।এর আগে ১৬ নভেম্বর (শনিবার) রাতে উপজেলার চরলরেন্স ইউনিয়নের জল্লাদের সমাজ এলাকার তউব্বার বাপের বাড়িতে এ ঘটনা ঘটে। কমলনগর থানার উপ-পরিদর্শক মো. ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
শিশু তারেক ওই এলাকার ডেকোরেশন শ্রমিক মো. রিয়াজ ও তাছলিমা দম্পতির বড় ছেলে। সে স্থানীয় করইতলা বাজারের ব্যবসায়ী মুরাদের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ শিখছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় শিশুটির বাবা-মা আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মাঝে শোক বিরাজ করছে।
শিশুটির স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে তারেক। ওই বাড়ির গৃহবধূ রুমা আক্তার ঘরের জানালা দিয়ে লাশ ঝুলতে দেখে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে পুলিশে খবর দেন।
এর আগে বিকেলে শিশুটির নানীর অসুস্থতাজনিত কারণে তার মা -বাবা উপজেলার জমিদারহাট এলাকায় নানা বাড়িতে যান। এসময় শিশু তারেক মা-বাবার সাথে নানা বাড়িতে বেড়াতে যেতে বায়না ধরে। শিশুটিকে সাথে না নিয়ে বাবা মা নানা বাড়িতে চলে যাওয়ার কারণে অভিমানে ঘরের দরজা জানালা আঁটকে দিয়ে ঘরের ভুতুড়ের সঙ্গে রশ্মি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রেরণ করে।