সুখবর জানালেন ফারিণ

অভিনয় দিয়ে তাসনিয়া ফারিণ আগেই পেয়েছেন জনপ্রিয়তা। সেই সুবাদে শুধু বাংলাদেশেই নয়, কলকাতাতেও তিনি বেশ জনপ্রিয়। কাজ করেছেন সেখানকার সিনেমায়।

অভিনয়ের বাইরে ফারিণের ব্যক্তিজীবনে এবার যুক্ত হলো নতুন একটি পলক। গতকাল বুধবার সন্ধ্যায় শিক্ষাজীবনে নতুন অর্জনের কথা জানান এই অভিনেত্রী। গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন তিনি। আর গতকাল হয়েছে কনভোকেশন। তাই দিনটি ছিল তার জন্য বিশেষ।

 

ফারিণ জানান, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক পাশ করেছেন তিনি। আর সে কারণে দারুণ খুশি তিনি।

 

যার কিছুটা প্রমাণ মেলে তার ফেসবুকে। আনন্দঘন মুহূর্তের কিছু ছবি প্রকাশ করে ক্যাপশন দিয়েছেন ‘ফাইনালি বিবিএ গ্র্যাজুয়েট।’

 

এদিকে, সম্প্রতি ফারিণ অভিনীত কলকাতার সিনেমা ‘আরও এক পৃথিবী’ মুক্তি পেয়েছে ৩ ফেব্রুয়ারি। অতনু ঘোষের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন- কৌশিক গাঙ্গুলী, অনিন্দিতা বসু, সাহেব ভট্টাচার্যসহ অনেকে।

আরও পড়ুন