নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরে কোন কারণ ছাড়াই মোসাদ্দেক হোসাইন মাহবুব (৩৫) নামে এক মোবাইল ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার (১৭ জুলাই) দুপুরে জহিরুল ইসলাম বাবলু নামে এক ব্যক্তির বিরুদ্ধে ভূক্তভোগী ব্যবসায়ী সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ব্যবসায়ীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এরআগে রোববার (১৬ জুলাই) সন্ধ্যায় বাবলু সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চৌরাস্তা সুমন শপিং কমপ্লেক্সের হাজি টেলিকমের স্বত্ত্বাধিকারী মাহবুবকে মারধর করে। তাৎক্ষণিক জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ব্যবসায়ীর কল পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযুক্ত বাবলু সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের আলীপুর গ্রামের হাজী মোস্তাফা মিয়ার বাড়ির আবুল খায়েরের ছেলে।
ভুক্তভোগী ব্যবসায়ী একই উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামের মনির আহম্মদের ছেলে।
অভিযোগ সূত্র জানায়, ঘটনার সময় মাহবুব তার দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় হঠাৎ করে বাবলু এসে তাকে গালমন্দ শুরু করে। কিছু বুঝে উঠার আগেই একপর্যায়ে বাবলু তাকে চড় থাপ্পড় দিতে শুরু করে। তার (বাবলু) সঙ্গে আরও কয়েকজন লোক ছিল। এসময় মাহবুবকে চৌরাস্তা এলাকায় ব্যবসা করতে দেবে না বলে হুমকি দেওয়া হয়। তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে মাহবুব ৯৯৯ এ কল দিলে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ব্যবসায়ী মোসাদ্দেক হোসাইন মাহবুব বলেন, আমার সঙ্গে বাবলুর কোন সম্পর্ক নেই। গত ৫-৬ বছর কখনো তার সঙ্গে কথাও বলিনি। হঠাৎ করে তিনি এসে আমাকে গালমন্দ করেন। এরপর তিনি আমাকে চড়থাপ্পড়ও দেন।
জহিরুল ইসলাম বাবলু বলেন, আমার বিরুদ্ধে মাহবুব বিভিন্ন ধরণের অপপ্রচার করে আসছে। এতে এলাকায় আমি সামাজিকভাবে হেয় হচ্ছি। এজন্য তাকে চড় দিয়েছি।
সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলা উদ্দিন বলেন, ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় ভূক্তভোগী ব্যবসায়ী লিখিত অভিযোগ করেছেন। উভয়পক্ষকে থানায় ডাকা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।