লক্ষ্মীপুরে বাজুসের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১৭ জুলাই) সকালে শহরের স্বর্ণকার রোডে জেলা বাজুসের কার্যালয়ের সামনে কেক কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

পরে ‘সানার বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয়’ এ শ্লোগান নিয়ে ব্যবসায়ীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের স্বর্ণকার সড়ক থেকে শুরু হয়ে উত্তর তেমুহনী ও দক্ষিণ তেমুহনীসহ বাজার সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বর্ণকার সড়কে গিয়ে শেষ হয়। পরে বাজুসের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ীরা। এতে মান্দারী বাজার, দিঘলী বাজার, ভবানীগঞ্জ বাজারসহ বিভিন্ন বাজারের বাজুস নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নিয়েছেন।

এতে উপস্থিত রয়েছেন বাজুসের জেলা সভাপতি হরিহর পাল, সহ-সভাপতি সৌমিক কর্মকার, অপূর্ব লাল রায়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রদীপ কুরি, সাংগঠনিক সম্পাদক রঘু কর, কোষাধক্ষ রবীন্দ্র কর্মকার, প্রচার সম্পাদক রবি কুরি, সদস্য অজয় রায়সহ জেলা এবং উপজেলা পর্যায়ের বাজুসের নেতৃবৃন্দ এবং সদস্যরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাজুসের সদস্যরা সকাল থেকে তাদের জুয়েলারি দোকান বন্ধ রেখেছেন। বিকেল পর্যন্ত বন্ধ থাকবে তাদের ব্যবসা প্রতিষ্ঠান।

আরও পড়ুন