নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি বলেন, আওয়ামী লীগ সরকার অত্যন্ত শক্তিশালী। সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সফলতা পাওয়ার মতো বিএনপির সাংগঠনিক কোন শক্তি নেই। বিষয়টি তারা জানেই না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে। শুধু লক্ষ্মীপুর, নোয়াখালী আর বগুড়াতে আসন পেলেও বিএনপি বিরোধী দল হওয়ারও সুযোগ নেই। কিন্তু বিএনপির চেয়ে আরও বেশি জেলাতে জাতীয় পার্টি ভালো অবস্থানে রয়েছে।
রোববার (৩০ জুলাই) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের ঘটনায় প্রতিবাদ সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগের ব্যানারে লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ এলাকায় দলের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়। পরে সেখান থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এ কর্মসূচিতে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এম এ মমিন পাটওয়ারী, আবদুল মতলব, একেএম সালাহ উদ্দিন টিপু, রাসেল মাহমুদ মান্না, সৈয়দ আহম্মদ পাটওয়ারী, জহির উদ্দিন বাবর, নজরুল ইসলাম ভুলু ও চৌধুরী মাহমুদুন্নবী সোহেল।