লক্ষ্মীপুর জেলা পরিষদ থেকে আর্থিক সহযোগীতা পেলেন মেধাবী শিক্ষার্থী অন্তু কর্মকার। তিনি এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাইন রাফিন সরকার অন্তু কর্মকারের হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেন।
জানা গেছে, অন্তু কর্মকার সদর উপজেলার বাসিন্দা। তার বাবা একজন কৃষক। যিনি ৫ জনের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
অন্তু এসএস সি ও এইচএসসি- তে জিপিএ ৫ পেয়ে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। পরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশনের সুযোগ পেলেও অর্থের অভাবে ভর্তির সমস্যা হচ্ছিল।তার ভর্তির জন্য লক্ষ্মীপুর জেলা পরিষদ অনুদান খাত থেকে ২০ হাজার টাকার চেক তুলে দেন প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাইন রাফিন সরকার।