উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যা বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বি¯তৃত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
এছাড়া রংপুর ও সিলেট বিভাগসহ পাবনা ও বগুড়া জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এদিকে, লালমনিরহাটে তিস্তা ও ধরলা নদীর পানি কমতে শুরু করায় তিস্তা নদীর বেশ কিছু স্থানে ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। ১০টি পয়েন্টে নদীগর্ভে চলে যাচ্ছে বন্যা নিয়ন্ত্রন বাঁধ ও বসতভিটা সহ বিভিন্ন স্থাপনা। গত তিন দিনে অন্তত ৩০টি বাড়ী নদীগর্ভে বিলীন হয়েছে।