নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হয়েছেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার টিওরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিবি হালিমা।
তিনি প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হন।
বিবি হালিমা ২০০৭ সালে টিওরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান, অভিভাবক সমাবেশ সহ শিক্ষার মানোন্নয়নে ভুমিকা রাখায় তাকে রামগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়।
শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক শিক্ষার্থী ও অভিভাকরা বিবি হালিমাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বিবি হালিমা বলেন, শ্রেষ্ঠ শিক্ষক হওয়াটা আমার জন্য অনেক গর্বের ও আনন্দের।প্রত্যাশা করছি,জেলা পর্যায়েও এ ধারা অব্যাহত থাকবে৷ সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।