রামগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রামগঞ্জ সংবাদদাতা: লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট হাসিবুর রহমান, ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ ১৭ জন নেতাকর্মীকে কারাগারে পাঠানোর প্রতিবাদে আজ সোমবার, (১১ সেপ্টেম্বর) বিকেলে রামগঞ্জ পৌর ছাত্র ছাত্রদলের যুগ্ম আহবায়ক জিহাদুল ইসলাম এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

পৌর নুর প্লাজা মার্কেট থেকে আরম্ভ করে রামগঞ্জ চৌরাস্তা হয়ে কলাবাগান সড়ক সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরে গ্রেফতারের প্রতিবাদ তুলে বক্তব্য দেন তারা। এসময় তারা বলেন, মিথ্যা মামলায় আমাদের নেতাদের ফাঁসানো হয়েছে। অনতিবিলম্বে তাদের মুক্তি না দিলে আমরা আন্দোলন অব্যাহত রাখবো। এসময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৮ জুলাই লক্ষ্মীপুর জেলা বিএনপির ব্যানারে পদযাত্রা কর্মসূচি পালন করে নেতাকর্মীরা। ওইদিন দায়িত্ব পালন কাজে বাধাসহ পুলিশকে আহত করার ঘটনায় সদর থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন বাদী হয়ে বিএনপি নেতা এ্যানি চৌধুরীকে প্রধান করে ২৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বিস্ফোরক ও নাশকতার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে সদর থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করেন। এ মামলাতেও বিএনপি নেতা এ্যানি চৌধুরীকে প্রধান করে ৩০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫০০ জনকে আসামি করা হয়েছে।

ওই মামলার প্রেক্ষিতে গত রোববার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন সহ আজ (১১ সেপ্টেম্বর) সোমবার, যুগ্ম জেলা জজ ১ম আদালতের বিচারক ফারহানা ভূঁইয়া এর নির্দেশ তাদের কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন