কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসচাপায় ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হারিখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গণিপুর গ্রামের আলমগীর হোসেন, হারিখোলা বেদেপল্লির বাহরাম মিয়া এবং দেবীদ্বার উপজেলার কুরছাপ এলাকার আবুল কালাম।
হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট নাজমুল হুদা এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল পৌনে ১০টার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের হারিখোলা মাজার সংলগ্ন এলাকায় একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কে উল্টে যায়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ২ পথচারী বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহীসহ বাসে থাকা ৭ যাত্রী। পরে হাসপাতালে নেয়ার পথে মোটরসাইকেল আরোহী নিহত হয়।
তিনি আরো বলেন, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।