লক্ষ্মীপুরে বড় ভাইয়ের স্ত্রীকে পেটানোর অভিযোগ দেবরের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরে বাড়িতে ভাঙচুরের ঘটনায় বাধা দেওয়ায় বড় ভাইয়ের স্ত্রী ফাতেমা বেগমকে (৫৫) পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে দেবর আবু ছিদ্দিকের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সদর আদালতে ছিদ্দিকসহ দুইজনের বিরুদ্ধে ফাতেমার পুত্রবধূ বাদী হয়ে মামলা দায়ের করেন।

এরআগে গত শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের সোনাপুর গ্রামের শিতলা ফাতেমার ওপর হামলা চালানো হয়।

বাদীর আইনজীবী আরাফাত হোসেন সুমন বলেন, মামলাটি সদর আদালতের বিচারক আবু ইউছুফ সাহেব আমলে নিয়েছেন। বিচারক সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এফআইআর দাখিলের নির্দেশ দিয়েছেন।

আসামি ছিদ্দিক সোনাপুর গ্রামের ফজল আলম শেখের ছেলে। অন্যজন ছিদ্দিকের স্ত্রী হোসনে আরা।

মামলার বাদী ভূক্তভোগী ফাতেমার ছেলে বেলাল হোসেনের স্ত্রী ফাতেমা আক্তার।

মামলা সূত্র জানায়, ভূক্তভোগী ফাতেমা বেগম সোনাপুর গ্রামের প্রবাসী ইমরুল চৌধুরীর স্ত্রী। ইমরুল ও আবু ছিদ্দিকদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। ইমরুল প্রবাসে থাকায় আবু ছিদ্দিক জোরপূর্বক জমি দখলের পাঁয়তারা করে আসছে। সম্প্রতি ফাতেমার ৩টি গরুসহ হাঁস-মুরগি চুরির ঘটনা ঘটে। এতে নিরাপত্তার জন্য ফাতেমা তার বসত ঘরের সামনে একটি টিনের বেড়া নির্মাণ করছিলেন। ঘটনার দিন আবু ছিদ্দিক ও তার স্ত্রী লোহার সাবল-বাঁশ দিয়ে ওই বেড়া ভাঙচুর করে। এতে বাধা দেওয়ায় আবু ছিদ্দিক তার হাতে থাকা সাবল দিয়ে ফাতেমার মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। শ্বশুড়িকে বাঁচাতে গেলে বাদী ফাতেমাকেও মারধর করে তারা। একপর্যায়ে তারা বাদীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরে নিরাপত্তার জন্য দেওয়া বেড়াটি ভেঙে উপড়ে ফেলে দেয় আবু ছিদ্দিক ও তার স্ত্রী। এসময় স্থানীয়রা এসে আহত ফাতেমাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন