নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের কমলনগরে ইসলামী আন্দোলনের জনসভার মঞ্চে নেতাকর্মীরা আছরের নামাজ আদায় করেছেন। এতে জেলা কমিটির সহ-সভাপতি দেলোয়ার হোসেন ইমামতি করেন।
নামাজে অংশ নেন দলের যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান, উপদেষ্টা খালেদ সাইফুল্লাহ, জেলা সভাপতি অনারারী ক্যাপ্টেন (অবঃ) মুহাম্মদ ইব্রাহিম, প্রচার সম্পাদক মাহমুদুল হাসানসহ নেতাকর্মীরা। তবে মাঠের বিভিন্ন অংশে নেতাকর্মীদের পৃথক পৃথক জামাতে নামাজ আদায় করতে দেখা গেছে।
শনিবার (২৮ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর জেলা কমিটির ব্যানারে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভার আয়োজন করা হয়। এতে দলটির আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম প্রধান অতিথির বক্তব্য রাখবেন। জনসভায় যোগ দিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজারো নেতাকর্মী জনসভায় উপস্থিত হয়েছেন।
জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পি আর) পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি ও দ্রব্যমূল্য চরম উর্ধ্বগতি রোধ করে জনদূর্ভোগ লাঘবের দাবিতে এ জনসভার আয়োজন করা হয়।