নিজস্ব সংবাদদাতা: যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবনের নেতৃত্বে লক্ষ্মীপুরের রামগঞ্জে অবরোধ বিরোধী মিছিল করা হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) বিকেলে রামগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এতে রামগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক সাখাওয়াত হোসেন রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য সচিব আলী মোত্তজা বাবু, রামগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. শাহজাহান, হান্নান বাবু, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মোজাম্মেল হক, যুবলীগের সদস্য কামরুল ইসলাম, মাসুদ আটিয়া ও রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোরশেদুল আমিন বাবুসহ ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত সমাবেশে যুবলীগ নেতা হাবিবুর রহমান পবন বলেন, ২০১৪ ও ১৮ সালে বিএনপির-জামায়াত অগ্নিসন্ত্রাস করে মানুষের জানমালের ক্ষতি করেছিল। একইভাবে তারা ২০২৪ সালের নির্বাচনকে টার্গেট করে সাধারণ মানুষের জানমালের ক্ষতি সাধন করছে। এক্ষেত্রে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের চোখ-কান খোলা রাখতে হবে। সবদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যেন বিএনপি-জামায়াতের গুন্ডারা সাধারণ মানুষের ক্ষতি করতে না পারে। শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী থাকবে, যতদিন বেঁচে থাকবেন, ততদিন রাজপথ আমাদের দখলে থাকবে।
প্রসঙ্গত, যুবলীগ নেতা হাবিবুর রহমান পবন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। তিনি রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বাসিন্দা।